নারায়ণগঞ্জে গলিত লোহা শরীরে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল মিলসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলার আলোকদিয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৫) ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আকবর হোসেনের ছেলে ফাহিম (২৫)। আহতরা হলেন- শাকিল, রফিক মিয়া, রাজু, আবু সিদ্দিক মিয়া।

রূপগঞ্জ থানার ওসি তদন্ত জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কারখানায় কাজ করার সময় উত্তপ্ত গলিত লোহার আগুনের লেলিহান শিখা শ্রমিকদের দিকে ছিটকে আসে। এতে দগ্ধ হয়ে শ্রমিক মিজানুর রহমানের মৃত্যু হয়।

এ সময় মিজানুর রহমান ছাড়াও আরও ৫ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ফাহিমের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ হয়ে পাঁচ শ্রমিক হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৪টার দিকে ফাহিম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শাকিল ও আবু সিদ্দিক নামের আরও দুজন শ্রমিক চিকিৎসাধীন আছেন। তাদের শরীরের প্রায় ৯৯ ভাগ পুড়ে গেছে। বাকি দুজন শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পূর্ববর্তি সংবাদ‘বর্ষার সময়ে একটু দ্রব্যমূল্য বাড়ে, আবার ঠিক হয়ে আসে’
পরবর্তি সংবাদফ্রান্সের অভিশাপ: নবীজির অবমাননা সইবে না উম্মাহ