‘আজারবাইজান চাইলে আমরা সেনা পাঠাতে মোটেও দ্বিধা করব না’

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্ক বলেছে, যদি আজারবাইজান অনুরোধ করে তাহলে তারা তাদের সহায়তার জন্য নিজেদের সেনাবাহিনী পাঠাতে মোটেও দ্বিধা করবে না।

নিউজ চ্যানেল জিও-এর সূত্রমতে তুরস্কের উপপরাষ্ট্রমন্ত্রী ফুয়াদ উকতাই বলেছেন, আজারবাইজান চাইলে সৈন্য সহায়তা প্রদান করা হবে। যদিও তিনি একথাও বলেছেন যে, এখন পর্যন্ত আজারবাইজান এধরনের কোনো অনুরোধ করেনি।

ফুয়াদ উকতাই আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে চলমান নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাত নিরসনে ফ্রান্স, আমেরিকা এবং রাশিয়ার সমন্বয়ে গঠিত গ্রুপ অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কর্পোরেশন ইন ইউরোপ- এর কার্যক্রমের সমালোচনা করে বলেন, এসব দেশ সংঘাতের সমাধান চায় না। তারা আর্মেনিয়াকে রাজনৈতিক এবং সামরিক সহায়তা সরবরাহ করছে।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গাদের জন্য ৬০০ মিলিয়ন ডলার তহবিলের ঘোষণা
পরবর্তি সংবাদভাইরাল ছবি: এই মাদক সেবক ছাত্রলীগ করেন