লিবিয়া উপকূলে নৌকাডুবি: ১৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে চরম ঝুঁকি নিয়ে রওনা দেয়া লোকদের ক্ষেত্রে এটি সর্বশেষ মর্মান্তিক ঘটনা। বুধবার জাতিসংঘের অভিবাসন সংস্থা এ কথা জানায়।  বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইওএম) লিবিয়া প্রধান টুইটার বার্তায় লিখেছেন– মাছ শিকারিদের সহযোগিতায় জীবিত উদ্ধার হওয়া পাঁচজনের ভাষ্য অনুযায়ী গতকাল বুধবার লিবিয়ার সাব্রাথা উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইওএমের লিবিয়া শাখার ফেদারিকো সোদা আরও বলেন, গতরাতে কোস্টগার্ড আরও ৭০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটকিয়ে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফি ন্যাটো সমর্থিত আন্দোলনে ২০১১ সালে ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় সহিংসতা লেগেই রয়েছে। এতে দেশটি ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

ভূমধ্যসাগর হয়ে চরমঝুঁকি নিয়ে ইউরোপের কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা চালানো অভিবাসনপ্রত্যাশীদের কাছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

আইওএমর তথ্যানুযায়ী, লিবিয়ার কোস্টগার্ডরা চলতি বছরের এ পর্যন্ত প্রায় ১০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে সাগরে আটকে রেখে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।

পূর্ববর্তি সংবাদহাইআতুল উলয়ার স্থায়ী কমিটির বৈঠক, ২০২১ সালের দাওরায়ে হাদীস পরীক্ষার তারিখ নির্ধারণ
পরবর্তি সংবাদসন্তানের সামনে অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীর সম্ভ্রম লুট, যুবলীগ নেতা গ্রেফতার