কৃষ্ণ সাগরে আরো বিপুল প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল তুরস্ক

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্ক কৃষ্ণ সাগরে আরো ৮৫ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শনিবার অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান।

তিনি বলেন, এর ফলে তুরস্কের মোট গ্যাসের মজুদ টুনা-১ জোনে ৪০৫ বিলিয়ন ঘন মিটারে পৌঁছালো। কৃষ্ণ সাগরে হাইড্রোকার্বনের যে মজুদ আমরা আবিষ্কার করেছি তাতে এটি অন্যতম প্রধান মজুদে পরিণত হয়েছে।

এরদোগানের এই ঘোষণার আগে গত আগস্টে কৃষ্ণ সাগরেই দেশটির সর্ববৃহৎ গ্যাসের মজুদের সন্ধান পেয়েছিল।

তিনি বলেন, গত আগস্টে কৃষ্ণ সাগরে ৩২০ বিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদের সংবাদ দিয়ে অনুসন্ধানী জাহাজ ফাতিহ তুরস্ককে “দারুণ আনন্দ” দিয়েছিল, এখন এটি আরো সুসংবাদ নিয়ে এসেছে।

এই গ্রীষ্মে অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ তুরস্কের উত্তর উপকূল থেকে ১৭০ কিলোমিটার দূরে টুনা-১ এলাকার সাকারিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে যেখানে তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় গ্যাসের মজুদের সন্ধান মিলে। আরো বেশ কিছু গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে দেশটি।

বলা হয়েছে এসব গ্যাসক্ষেত্র থেকে ২০২৩ সাল নাগাদ তুরস্ক নিজেই গ্যাস উত্তোলন শুরু করবে।

সূত্র : ইয়েনি শাফাক


পূর্ববর্তি সংবাদবিএনপি নেতা সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
পরবর্তি সংবাদঢাকা-৫ ও নওগাঁ-৬ আসন : উপনির্বাচনে সর্বত্রই নৌকা