ধর্ষণ রোধে কোরআনি আইন চালু করতে হবে: পিরোজপুর উলামা পরিষদ

ইসলাম টাইমস ডেস্ক: দেশে ধর্ষণ, ব্যভিচার এবং সামাজিক অবক্ষয় রোধে কোরআনি আইন চালু করতে হবে। পাঠ্যসূচিতে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অশ্লীলতা বেহায়াপনা ও যৌন আবেদনপূর্ণ সব ধরনের অডিও-ভিডিও সাইট বন্ধ করতে হবে।

পিরোজপুর উলামা পরিষদের উদ্যোগে রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আজ ১৭ অক্টোবর শনিবার বিকেলে আল্লামা শাহ আহমাদ শফী রহিমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী আব্দুর রহীম কাসেমী, সাতকাছেমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুস্তাফিজুর রহমান মুমতাজী, মুফতি মুহিব্বুল্লাহ কাসেমীসহ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, হেফাজত আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন আকাবিরে দেওবন্দের অনন্য উত্তরসূরি, আত্মশুদ্ধির ও দরসে হাদীসের তিনি যুগান্তকারী খেদমত করে গেছেন। হাইয়াতুল উলইয়া, বেফাক, হেফাজতসহ তার রেখে যাওয়া মিশন এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সবার।

অনুষ্ঠান শেষে আল্লামা শফীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সভা সঞ্চালন করেন সংগঠনের সভাপতি মুফতি ওয়াহিদুল আলমের সভাপতিত্বে মাওলানা রিয়াজুল ইসলাম মুনির ও মুফতি আবুল হাসান।

পূর্ববর্তি সংবাদফেনীতে বামপন্থীদের লংমার্চে হামলা, অভিযোগের তীর পুলিশ ও এমপি সমর্থকদের দিকে
পরবর্তি সংবাদবাংলাদেশের আকাশে দেখা যায়নি রবিউল আওয়ালের চাঁদ