চলছে ঢাকা-৫ ও নওঁগা-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে নওঁগা-৬ আসনেও চলছে উপনির্বাচনের ভোটগ্রহণ। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। টানা ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪টি থানা নিয়ে এই আসনটি গঠিত, তাহলো- মতিঝিল (আংশিক), যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী (আংশিক)।

এদিকে ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হওয়া নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল,  বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু ও ন্যাশনাল পিপলস পার্টির ইন্তেখাব আলম রুবেল।

 

পূর্ববর্তি সংবাদমথুরায় কৃষ্ণজন্মভূমি সংলগ্ন শাহী মসজিদ স্থানান্তর মামলায় শোনানির দিন ঠিক করল আদালত
পরবর্তি সংবাদকিরগিজস্তানের প্রেসিডেন্ট হলেন সদ্য মুক্তিপ্রাপ্ত নেতা সাদির জাপারোভ