কিরগিজস্তানের প্রেসিডেন্ট হলেন সদ্য মুক্তিপ্রাপ্ত নেতা সাদির জাপারোভ

শুক্রবার দেশটির আইনপ্রণেতারা সাদির জাপারোভকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। পার্লামেন্টের একটি অংশের নেতা ওমরবেক তেকেবায়েভ বলেন, ‘আগে কখনোই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত হয়নি। জনগণ তাদের প্রত্যাশা পুরণের জন্য আপনার অপেক্ষা করছে।’

২০১৩ সালে এক সরকারি কর্মকর্তাকে অপহরণের ঘটনায় ১১ বছরের কারাদণ্ড হয় সাদির জাপারোভের। তবে তিনি কাজাখাস্তানে পালিয়ে যান। পরে ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়। তখন থেকেই কারাবন্দি থাকা এই নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে আসছেন।

পূর্ববর্তি সংবাদচলছে ঢাকা-৫ ও নওঁগা-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ
পরবর্তি সংবাদবিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট ও ভোটারদের বের করে দেয়ার অভিযোগ