অবৈধ বসতির সমালোচনা করায় জাতিসংঘ মানবাধিকার কর্মীদের ভিসা বন্ধ করল ইসরাইল

ইসলাম টাইমস ডেস্ক: অবৈধ বসতি নিয়ে সমালোচনা করায় জাতিসংঘ মানবাধিকার সংস্থার কর্মীদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ইসরাইল।

এর ফলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ও মহাপরিচালকসহ ৯ জনকে ইসরাইল ছাড়তে হবে। অন্য আরও তিনজনের ভিসার মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনের পপ তারকা মোহাম্মদ আসাফকে দেশে ঢুকতে দিচ্ছে না তেলআবিব। ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ভিডিও প্রকাশ করার পর তাকেও নিষিদ্ধ করা হয়েছে।

পশ্চিম তীরে শতাধিক কোম্পানি অবৈধভাবে বসতি নির্মাণ করছে- এমন প্রতিবেদন প্রকাশের পর ফেব্রুয়ারিতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইসরাইল।

মানবাধিকার কমিশনের ইসরাইল ও ফিলিস্তিনের পরিচালক ওমর শাকির বলেন, তাদের কর্মীদের বহিষ্কার ইসরায়েলের দমননীতি এবং ফিলিস্তিনের জনগণের আকাঙ্খার অবদমনের অংশ।

পূর্ববর্তি সংবাদছেলেটি এখন কোথায় যাবে?
পরবর্তি সংবাদতেহরানের বিবৃতি: ইরানের ওপর থেকে উঠে গেল জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা