স্ট্রোক করে ল্যাব এইডে ভর্তি রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্ট্রোক করেছেন। তাকে রাজধানীর ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে হঠাৎ স্ট্রোক করেন রিজভী। প্রথমে তাকে কার্যালয়ের পাশে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানান শায়রুল কবির।

পূর্ববর্তি সংবাদকরোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি পরিকল্পনামন্ত্রী
পরবর্তি সংবাদমালয়েশিয়ার ক্ষমতায় পালা বদলের হাওয়া: রাজার সঙ্গে সাক্ষাৎ আনোয়ার ইব্রাহিমের