যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে রায় আজ

ইসলাম টাইমস ডেস্ক: অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে আজ সোমবার (১২ অক্টোবর) রায় দেওয়া হবে।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ রায় ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তাদের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে। এদিকে মাত্র ৯ কার্যদিবসে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলার বিচারকাজ শেষ হয়।

গত ২৭ সেপ্টেম্বর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত ১২ অক্টোবর রায়ের দিন ধার্য করেন। এ মামলায় গত ২৯ জুন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পরে গত ২৫ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

গত ৩১ আগস্ট মামলার জব্দ তালিকার সাক্ষী র‌্যাবের উপপরিদর্শক সাইফুল আলম প্রথম আদালতে সাক্ষ্য দেন।

পূর্ববর্তি সংবাদঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ভিপি নুরের
পরবর্তি সংবাদসাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর আশা, চীনের সমর্থনে কাশ্মির হারানো মর্যাদা ফিরে পাবে!