তুরস্কে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত এবং তাদের দুই সহযোগী আহত হয়েছেন।

দেশটির রাজধানীর আঙ্কারায় শনিবার ওই দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

দেশটির রেল শ্রমিক ইউনিয়নের মহাসচিব ওসমান ওজদেমির গণমাধ্যমকে জানান, আঙ্কারায় গত শনিবার কালেসিক-কিরিককালে রেল রুটে স্থানীয় সময় সাড়ে ৬টায় বিপরীত দিক থেকে আসা দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

ট্রেনের ওয়াগনগুলো খালি ছিল এবং দুই ট্রেনচালকসহ দুজন করে মোট চারজন ছিলেন। সংঘর্ষে দুই চালক হানিফে আদেম ইউকসেল ও ওমের বালটাট নিহত হন।

তাদের দুই সহযোগী মেহমেত কারাগাক ও মুরাত ওজিলমাজ গুরুতর আহত হয়েছেন

পূর্ববর্তি সংবাদপাকিস্তানের মাওলানা আদিল খানের শাহাদাতে দ্বীনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের শোকবার্তা
পরবর্তি সংবাদধর্ষণ, ব্যভিচার প্রতিরোধে সমমনা ইসলামী দলগুলোর ৬ দফা দাবি, ১৬ অক্টোবর গণমিছিল কর্মসূচী