বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্ধারণে আজ আলেমদের বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক: আজ বেফাক অফিসে বেফাকের আমেলা মিটিং অনুষ্ঠিত হবে, যাতে আল্লামা আহমদ শফীর পর বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি কে হবেন ঠিক করা হবে। এবং পাশাপাশি বেফাক প্রশাসনে আরো কোনো রদ বদল প্রয়োজন হলে তা করা হবে।

সূত্র মতে, কওমি মাদ্রাসার সরকার স্বীকৃত সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর গঠনতন্ত্র অনুযায়ী বেফাকের সভাপতিই হবেন আল-হাইয়াতুল উলইয়ার সভাপতি।

একইভাবে বেফাকের সিনিয়র সহ-সভাপতি হবেন আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান। সে হিসেবে বেফাকের শূন্য পদগুলো নির্বাচনের মাধ্যমে খালি হওয়া আল হাইয়াতুল উলইয়ার পদও পূর্ণ করা হবে বলে জানা গেছে।

বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কেউ বেফাকের এই শীর্ষপদগুলোতে আসতে পারবে না বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ২০০৫ সালে বেফাকের সভাপতি নির্বাচিত হন আল্লামা আহমদ শফী এবং ২০১৭ সালে নির্বাচিত হন আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার চেয়ারম্যান।

 

পূর্ববর্তি সংবাদপদ্মায় নৌকাডুবি: ৭ দিন পর ভেসে উঠল নিখোঁজ ভাই-বোনের লাশ
পরবর্তি সংবাদকরোনায় আক্রান্ত আ.লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক