‘বাবরি মসজিদ: এ সিদ্ধান্ত বিশ্বের দরবারে ভারতের আদালতকে কলঙ্কিত করবে’

ইসলাম টাইমস ডেস্ক: দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি বলেছেন, ”বাবরি মসজিদ সিদ্ধান্তের সময় দেশের উচ্চ আদালত মেনে নিয়েছে যে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা ছিল অবৈধ, তারপরও অপরাধীদেরকে খালাস কিভাবে দেওয়া হল এটা আমাদের বোধগম্য নয়।”

অযোধ্যায় ১৯৯২ সনে ৬ ডিসেম্বর মসজিদ ধ্বংস মামলায় সিবিআই এর বিশেষ আদালতের সিদ্ধান্তকে দারুল উলুমসহ অন্যান্য আলেমগণ হতাশাজনক বলেছেন ।

মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি বলেন, ৬ নভেম্বর বাবরি মসজিদের সিদ্ধান্তের সময় দেশের উচ্চ আদালত স্বীকার করেন যে ১৯৯২ সালে মসজিদ ভেঙ্গে ফেলা অবৈধ ছিল। আজ এমন সিদ্ধান্ত আসাটা আমাদের বোঝার বাইরে । তিনি বলেন, এই সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। এধরণের সিদ্ধান্ত আদালতের ইমেজকে বিশ্বের সামনে নষ্ট করবে।

পূর্ববর্তি সংবাদস্থলবন্দর খুলে দিতে ভারতকে অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদঅনুরোধ করলে আজারবাইজানকে সামরিক সহায়তা দেবে তুরস্ক