সর্বসাধারণের জন্য উম্মুক্ত হল রমনা পার্ক

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত রমনা পার্ক সর্বসাধারণের প্রবেশের জন্য খুলে দেয়া হয়েছে।করোনার কারণে বন্ধ ঘোষণার ছয় মাস পর রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পার্কটি খুলে দেয়া হয়। রবিবার দিনভর পার্কে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবাধে মানুষের চলাচল লক্ষ করা গেছে।

এ প্রসঙ্গে গণপূর্ত অধিদফতরের নগর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সোহানুর রহমান বলেন, রমনা পার্কের খোলার বিষয় উচ্চ আদালতে রিট হয়েছে। আদালত থেকে মৌখিকভাবে পার্কটি খোলার জন্য বলা হয়েছে বলে আমাদের আইনজীবী জানিয়েছেন।

এ কারণে আমরা আপাতত পার্কে কেউ ঢুকলে বাধা দিচ্ছি না। তবে এ বিষয়ে উচ্চ আদালত থেকে লিখিতভাবে আমরা কিছুই পাইনি। তবে এ বিষয়ে পার্কের কর্মচারীরা জানান, আপাতত সকাল ৬টা থেকে ১০টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।

পূর্ববর্তি সংবাদজাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ লাভে পাকিস্তানের বিরোধিতা
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে পুলিশের সামনে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করল বাংলাদেশি