মসজিদুল হারামে বসানো হলো সর্বাধুনিক থর্মাল ক্যামেরা

ইসলাম টাইমস ডেস্ক: ৪ অক্টোবর থেকে পুনরায় ওমরাহ চালু করতে যাচ্ছে সৌদি আরব। প্রস্তুতির অংশ হিসেবে মসজিদুল হারাম জুড়ে সর্বাধুনিক থর্মাল ক্যামেরা বসানো হয়েছে।

ক্যামেরা স্থাপন প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্ট ড. আবদুল রহমান বিন আবদুলআজিজ আল-সুদাইস।

তিন ধাপে ওমরাহ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদিতে অবস্থানকারীরা ৪ অক্টোবর থেকে ওমরাহ করতে পারবেন। এছাড়া ১ নভেম্বর থেকে ভারত ছাড়া বিশ্বের সব দেশের মুসলিমগণ কাবা তাওয়াফ ও ওমরাহ করার সুযোগ পাবেন বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে।

দীর্ঘ বিরতির পর পুনরায় মসজিদুল হারাম খুলে দেয়ার পর হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।

মসজিদুল হারামে প্রবেশের পর এই থর্মাল ক্যামেরা দিয়ে আগতদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে। এই ক্যামেরা দিয়ে কতৃপক্ষ সরাসরি আগত সবার তাপমাত্রা পরীক্ষা করতে পারবে। যদি কারোর জ্বর বা অস্বাভাবিক তাপমাত্রা থাকে তাহলে কতৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।

দ্য ইসলামিক ইনফরমেশন

পূর্ববর্তি সংবাদতিন বিভাগে শনিবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা
পরবর্তি সংবাদরাজশাহীর পদ্মায় নৌকাডুবি, রাবির ছাত্রীসহ নিখোঁজ ২