গেল ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ১১৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১৫ দশমিক ৫ মিলিমটার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এতথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলা বছরের আশ্বিন মাস চলছে। আর আশ্বিনের এই সময়ে তীব্র গরমের মধ্যে যেন পঞ্চগড়ে স্বস্তির ছোঁয়া এনে দিয়েছে বৃষ্টি। কিন্তু গত কয়েকদিনের লাগাতার ভারী বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে পানি জমে যাওয়ায় জলাবদ্ধতায় বিপাকে পড়েছে বিভিন্ন এলাকার মানুষ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় পৌর এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় পড়তে দেখা গেছে নিম্নাঞ্চলের বসবাসকারী মানুষদের।

এদিকে পঞ্চগড় পৌর এলাকার পাশাপাশি শহরের অনেক সড়কে পানি জমে যায়। টানা বৃষ্টিতে পঞ্চগড় সদর হাসপাতালের আশপাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশ, পানি উন্নয়ন বোর্ডের সামনের ড্রেনের পানি বেড়ে বিভিন্ন পয়েন্টেও জলাবদ্ধতা সৃষ্টিসহ পৌর এলাকার মসজিদগুলোসহ এলএসডি গোডাউনে জলাবদ্ধতা হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মকর্তা-কর্মচারী ও পথচারীসহ স্থানীয়রা।

বৃষ্টিতে ভেজা চার পাশ

স্থানীয়দের অভিযোগ, হালকা বৃষ্টিতেও একই অবস্থা হয়। কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছেন।

পঞ্চগড় পৌর মেয়র তৌহিদুল ইসলাম জানান, প্রতিদিন আমাদের কর্মীরা ড্রেন পরিষ্কার করছে। তবুও সেরে  উঠতে পারছি না। বৃষ্টি হলে ড্রেনের ময়লা পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ স্থানীয়দের ফেলা ময়লা-আবর্জনার কারণে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি ড্রেনের ময়লা পানি নিয়ন্ত্রণ করতে।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পরিমাপ করা হয়েছে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায়। এসময় ১১৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর একইদিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস।  অন্যদিকে মৌসুমি বায়ুর প্রভাবে কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টি হবে বলে জানান এই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদরাজশাহীর পদ্মায় নৌকাডুবি, রাবির ছাত্রীসহ নিখোঁজ ২
পরবর্তি সংবাদনির্বাচন অফিসের সামনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫