২০২১ সালে খুলে দেয়া হবে স্বপ্নের পদ্মাসেতু: রেলমন্ত্রী

হারুন অর রশিদ-  মাদারীপুর থেকে

২০২১ সালের মধ্যে স্বপ্নের পদ্মাসেতু জনসাধারনের জন্য খুলে দেয়া হবে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে পদ্মাসেতুর রেলসংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন সুবিধবার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মন্ত্রী মাদারীপুরের শিবচরে রেললাইনে ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারের মাঝে ২৮ চেকে ১২ কোটি ৭০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করেন।

এ সময় রেলমন্ত্রী আরো বলেন, পদ্মাসেতু চালু হবার সাথে সাথে রাজধানী ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইন চালু করা হবে। পরবর্তীতে চলমান কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হলে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেললাইন চালু হবে। পদ্মাসেতু এক সময়ে ছিল স্বপ্ন, যা শেখ হাসিনা সরকারের মাধ্যমে বাস্তবে রূপ নিয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার, খুলনা থেকে মংলা পর্যন্ত রেললাইন যেমন সম্প্রসারিত হচ্ছে, তেমনি এই রেললাইন পদ্মাসেতু দিয়ে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এছাড়া সড়ক যোগাযোগের সাথে সাথে রেল যোগাযোগ সুপ্রতিষ্ঠিত হলে ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত পাবে।’

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেল মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে’র মহাপরিচালক মো. সামচুজ্জামান, প্রকল্প বাস্তবায়নের প্রধান স্বমন্বয়ক মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

পূর্ববর্তি সংবাদহাসপাতালগুলো চিকিৎসার নামে ডাকাতির মতো পয়সা নিচ্ছে: মেয়র আতিক
পরবর্তি সংবাদইসরাইলের সঙ্গে সম্পর্ক: লেবাননে আমিরাতের দূতাবাসের সামনে বিক্ষোভ