আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষে ২৮ পুলিশ নিহত

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের সঙ্গে সংঘর্ষে দেশটির পুলিশ বাহিনীর ২৮ সদস্য নিহত হয়েছে। সরকার নিয়ন্ত্রিত এ জেলায় চলমান ব্যাপক লড়াইয়ে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জেলাটি তালেবানের হাতে চলে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করার পর  তাদেরকে হত্যা করা হয়েছে। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান। এএফপিও এ দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

উরুজগান প্রদেশের গিজাব জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে গত কয়েকদিন ধরেই তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক যুদ্ধ চলছে। তালেবান জেলাটির নিয়ন্ত্রণ নিতে আফগান পুলিশ ও সেনা ফাঁড়িতে হামলা চালাচ্ছে বলে খবরে বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তৃতীয় এক কর্মকর্তা নিহতের সংখ্যা ২৮ থেকে ৩০ জন বলে জানান। সেখান থেকে তিন পুলিশ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও তিনি জানান।

এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষবিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ ২ পুলিশ
পরবর্তি সংবাদ২৪ ঘন্টায় সুস্থ ২ হাজার ১৩৯, মৃত্যু ২৮ জনের