উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় আল্লামা আহমদ শফী

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলামীর আমীর আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

শুক্রবার বিকেলে ৪ টার চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা নিয়ে আসা হয়। এরপর তাকে পুরান ঢাকার আজগর আলী মেডিকেলে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আফতাবুল ইসলাম জানান, শফি সাহেব বেশ অসুস্থ। বিশেষ করে তাঁর বুকে ব্যাথা, উচ্চরক্তচাপ, বমি ও শ্বাসকষ্ট বেড়েছে অস্বাভাবিক। ডায়াবেটিসের মাত্রাও বেড়েছে। কোন খাওয়ার খাচ্ছেন না তিনি। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউর) ৮ নম্বর বেডে হস্তান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাসেবার পর শারীরিক অবস্থা একটু ভালো দিকে রয়েছে।

পূর্ববর্তি সংবাদঘোষণা ছাড়াই রফতানি বন্ধ: ওপারে পচছে ১৬৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ
পরবর্তি সংবাদচলে গেলেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী