সৌদি আরব ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনীতি স্থাপনের দ্বারপ্রান্তে: ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক: প্রথমে আরব আমিরাত, এরপর বাহরাইন-ওমানের মাধ্যমে রাস্তা সুগম করার পর এবার ইসরাইলের সাথে ‘প্রকাশ্যে’ সম্পর্ক স্বাভাবিকের পথে সৌদি আরব। শুরু থেকেই ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিককরণের ক্ষেত্রে নেপথ্যে নাটের গুরুর ভূমিকা পালনের অভিযোগ রয়েছে সৌদি আরবের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি থেকে যা খুবই স্পষ্ট।

ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলতে পেরেছেন, সৌদি আরব তেল আবিবের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দ্বারপ্রান্তে। তিনি বলেছেন, দেশটি ‘সঠিক সময়ে’ সেটা করবে।

সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন। খবর: আনাদলু এজেন্সি।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে বাহরাইন ও আমিরাতের আনুষ্ঠানিক চুক্তি সইয়ের কয়েক ঘণ্টা পর ট্রাম্প আরও বলেন, ‘আরও অনেক দেশ আমাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে, তারা খুব শিগগিরই আমাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের এই সংখ্যা ৭, ৮ অথবা ৯ হতে পারে। আমরা আরও অনেক দেশকে আমাদের সঙ্গে যোগ দিতে পাচ্ছি, একটি বড় দেশসহ।’

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও আমিরাতের চুক্তি সই হয়।

ঐতিহাসিক এই চুক্তিকে ‘নতুন মধ্যপ্রাচ্যের সূর্যোদয়’ বলে প্রশংসা করেছেন ট্রাম্প। অন্যদিকে আরবদের এই চুক্তিকে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছে।

আরো পড়ুন: ইসরাইলের সাথে আনুষ্ঠানিক চুক্তি আমিরাত-বাহরাইনের, উচ্ছ্বসিত ট্রাম্প

ইসরাইল-আমিরাত চুক্তিকে হারাম ফতোয়া দিলেন বিশ্বের ২০০ আলেম

ইসরাইল-আমিরাত চুক্তিতে মধ্যস্থতা করায় নোবেল পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

ইসরাইল-আমিরাত চুক্তি: লাভ-ক্ষতি মিলিয়ে শেষরক্ষা কি হবে?

বাহরাইনে সরকার বিরোধী বিশাল বিক্ষোভ, ইসরাইলি পতাকায় আগুন

আমিরাত-ইসরাইল চুক্তির নিন্দা জানাতে অস্বীকৃতি আরব লিগের, সামাজিক মাধ্যমে নিন্দা

ইসরাইলের বিষয়ে বাংলাদেশের অবস্থান কী?

পূর্ববর্তি সংবাদভারতের প্রতি পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান বাংলাদেশের
পরবর্তি সংবাদগ্রিসে গুলি করে ২ বাংলাদেশিকে হত্যা