ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ চালু

ইসলাম টাইমস ডেস্ক: সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের পর মঙ্গলবার বেলা ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় তেলের ট্যাংকবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়

সিলেট রেল স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান জানান, তেলের খালি ট্যাংকলরি নিয়ে ট্রেনটি মাইজগাঁও রেলস্টেশনের পর ভাটেরা এলাকায় লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে বলে তিনি জানান।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে ১৩ কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
পরবর্তি সংবাদসাজা স্থগিত করে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল