বিমানবন্দর স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে বন্ধ রাখার প্রায় সাড়ে পাঁচ মাস পর ঢাকার বিমানবন্দর রেলস্টেশন খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে সব ট্রেন যাত্রাবিরতি করছে। ফলে এখন থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই স্টেশনে যাত্রী ওঠা-নামা করতে পারবেন।

এছাড়াও জয়দেবপুর ও নরসিংদী স্টেশনও খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এই তিন স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেন যাত্রাবিরতি দিচ্ছে।

ঢাকার রেল কন্ট্রোল জানিয়েছে, ঢাকা বিমানবন্দর স্টেশনে সকাল থেকে পাঁচটি ট্রেন এখন পর্যন্ত যাত্রাবিরতি দিয়েছে। যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে গত ২৬ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। দুই মাস পর ৩১ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চালু করা হলেও বিমানবন্দর স্টেশন খুলে দেওয়া হয়নি।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যার বিচার: আদালত দ্য হেগ থেকে বাংলাদেশে স্থানান্তরের আবেদন
পরবর্তি সংবাদউপকেন্দ্রে আবারও আগুন, বিদ্যুৎহীন ময়মনসিংহ বিভাগ