মসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ গণশুনানি, প্রত্যক্ষদর্শীদের অংশগ্রহণের আহ্বান

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জেলা প্রশাসনের গণশুনানিতে অংশগ্রহণের জন্য বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। সে প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে সহযোগিতা করার জন্য ৭ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অফিস কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হবে। এই গণশুনানিতে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদটুঙ্গিপাড়ায় ইট দিয়ে আঘত করে গৃহবধূকে হত্যা
পরবর্তি সংবাদআফগানিস্তানে সরকারি সেনাদের হামলায় ১০ তালেবান নিহত