তিতাসের বিরুদ্ধে অভিযোগ: “আমরা নামাজে এলেই গ্যাসের গন্ধ পেতাম”

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ঘটনার মাত্র ২০ দিন আগেই গ্যাস লিকেজের বিষয়টি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে জানিয়েছিল মসজিদ কমিটির সভাপতি গফুর মেম্বারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

 

তিনি বলেন, প্রায় পৌনে এক বছর ধরেই আমরা একাধিকবার বিষয়টি জানিয়েও কোনো ফল পাইনি। আগে বা পরেও তো এমন ঘটনা ঘটতে পারত। যদি ওই দিন জুমার নামাজের সময় এ ঘটনা ঘটত, তবে আজ লাশ রাখার জায়গা দেয়া যেত না।

মাওলানা মোহাম্মদ আল-আমিন বলেন, আমরা নামাজে এলেই গ্যাসের গন্ধ পেতাম। দিন দিন এ গন্ধ বেড়েই চলছিল। পরে মসজিদ কমিটির সভাপতির নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

মসজিদের সামনে দিয়ে গ্যাসের রাইজার ও লাইনগুলো গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ চাইলে এক ঘণ্টায় এটি সমাধান করে দিয়ে যেতে পারত। তারা তা করেনি। তাদের সেই গাফলতিতে হয়তো আজকের এ ঘটনা ঘটল।

তিনি বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাইনি আমরা; এটি আমাদের ভুল ছিল হয়তো। আর সেটিই এখন সামনে এসেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে অনবরত গ্যাস বের হচ্ছে; তবু তারা আসেনি।

আরো পড়ুন: বালা ও মুসীবত : সঠিক দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন: বাণী ও বার্তা, মর্ম ও মর্যাদা

মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন

মসজিদে বিস্ফোরণের ঘটনায় আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরী ও ইসলামী দলগুলোর শোক

পূর্ববর্তি সংবাদএসি, গ্যাস, বিদ্যুৎসহ সম্ভাব্য দুর্ঘটনা থেকে যেভাবে সাবধান থাকবেন
পরবর্তি সংবাদশরণার্থী সংকট: বাবার আক্ষেপ, বিশ্ব অ্যালান কুর্দির মৃত্যুর বার্তা বুঝতে পারেনি