তাইওয়ানের সঙ্গে গোপনে বাণিজ্য সম্পর্ক জোরদার করছে পাকিস্তান

ইসলাম টাইমস ডেস্ক: চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান গোপনে তাইওয়ানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করছে। তাইওয়ানের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্পর্কোন্নয়নের নীতিকে চাতুরী হিসেবে দেখছেন কূটনীতিকরা। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

 

বৈঠক সম্পর্কে মাইকেল ইও’র সঙ্গে নিজের ছবি দিয়ে সিদরা হক টুইট করেন। তবে বেইজিংয়ের নিন্দার ভয়ে পরে তিনি টুইটটি মুছে ফেলেন। টুইটে তিনি লিখেছিলেন, ‘তাইওয়ান ট্রেড সেন্টারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কর্মকর্তা মাইকেল ইও’র সঙ্গে বৈঠক করেছি। পাকিস্তান ও তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। পণ্যের চাহিদা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের বাণিজ্যের অন্য শাখাগুলোর মধ্যে সুসম্পর্ক গড়ার বিষয়ে আলোচনা হয়েছে। তাইওয়ানের ওপর চীনের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে ‘এক চীন নীতির আলোকে’ তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে চীন।

পূর্ববর্তি সংবাদ‘এসি নয়, মসজিদের নিচের গ্যাস লাইন থেকেই বিস্ফোরণ’
পরবর্তি সংবাদফতুল্লায় বিস্ফোরিত মসজিদে কোরআন-হাদিসের বইগুলো অক্ষত আছে