ইসলাম টাইমস ডেস্ক: হাফেজ্জী হুজুর রহ.-এর নাতি, মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ.-এর ছেলে মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ (৪৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি স্ট্রোক করে মারা যান।
মাওলানা মুহিব্বুল্লাহ ছিলেন একজন বিচক্ষণ আলেম। বাতিলের মোকাবিলয় সর্বদা সোচ্চার ছিলেন। তিনি কাশফুল নাওয়াদের কিতাবের লেখক ছিলেন।
মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ মা, স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন।
আজ বাদ এশা কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।