৬ মাস পর শিল্পাঞ্চল ও শ্রমিক শিবিরের মসজিদ খুলে দিল আমিরাত

ইসলাম টাইমস ডেস্ক:   দীর্ঘ ৬ মাস পর আমিরাতের  বাণিজ্যিক এলাকায় নামাজ আদায়ের স্থান, শ্রমিকদের প্রার্থনার জায়গা এবং মসজিদগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার আমিরাত সরকার এ তথ্য জানিয়েছে।

আমিরাতের জাতীয় জরুরি সঙ্কট ও  দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনইসিডিএমএ) এক টুইট বার্তায় জানিয়েছে, দেশটির জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স এবং এনইসিডিএমএ যৌথভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে- বাণিজ্যিক এলাকা ও শ্রমিকদের প্রার্থনার স্থানসহ মসজিদগুলো খুলে দেওয়া হবে।

সর্বোচ্চ ৩০ শতাংশ মুসল্লী মসজিদে উপস্থিত হতে পারবে। সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরে জায়নামাজ নিয়ে যেতে হবে মসজিদে। সেই সঙ্গে অন্য মুসল্লীদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে।

মসজিদে বসে পবিত্র কুরআন শরিফ পড়তে চাইলে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে হবে। মসজিদের এক প্রান্তে জায়নামাজে বসে তা পড়তে হবে।

জুমার নামাজের ব্যাপারে এখনো আগের মতোই নিষেধাজ্ঞা বহাল থাকছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। এর আগে গত ১ জুলাই থেকে সে দেশের মসজিদ খুলে দেওয়া হয়। তবে সে ক্ষেত্রে মুসল্লী সংখ্যা সীমিত রাখার কথা বলা আছে।

সূত্র : খালিজ টাইমস

পূর্ববর্তি সংবাদউইঘুর মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মসূচী পালিত
পরবর্তি সংবাদচিলাহাটি-হলদিবাড়ি হয়ে ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ শুরু হচ্ছে ২৬ মার্চ