বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম, কক্সবাজারে ভূকম্পন অনুভূত

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম, কক্সবাজারসহ এর আশপাশের এলাকায় মাঝারি মানের ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।

অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ছয়টা সাত মিনিটে মিয়ানমার-ভারত সীমান্তে রিখটার স্কেলে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে, যা চট্টগ্রাম, পার্বত্য এলাকা ও কক্সবাজারেও অনুভূত হয়েছে।

চট্টগ্রাম শহর থেকেও কেউ কেউ জানিয়েছেন, সেখানেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

ঢাকা থেকে ৩২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে উৎপত্তিস্থলের ১০ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পন কেন্দ্র। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদচাঁদা না দেওয়ায় অটোচালককে হত্যা, ওসি প্রদীপসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদমানি লন্ডারিং আইনে ইভ্যালি ডট কমের চেয়ারম্যান, এমডির ব্যাংক হিসাব জব্দ