পাটুরিয়া ও আরিচা নৌরুটে লঞ্চ চলাচল শুরু

ইসলাম টাইমস ডেস্ক: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী জানিয়েছেন, বুধবার সকাল ৯টা থেকে পদ্মা-যমুনা নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় এ দুই নৌরুটে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।

এদিকে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটেও বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বুধবার ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে নৌরুটের পদ্মা নদী উত্তাল হয়ে উঠে। এসময় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার সকালে আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে।

পূর্ববর্তি সংবাদনিউজিল্যান্ডে ৫১ জন মুসল্লিকে হত্যা: আসামী পেল যাবজ্জীবন কারাদণ্ড
পরবর্তি সংবাদই-ভ্যালি: নতুন রুপে সেই নিষিদ্ধ এমএলএম