একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: প্রথম পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার রাতে একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে কলেজে ভর্তি হতে সারাদেশে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন আবেদন করেছিল। তাদের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন।

প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা বোর্ডের আওতায় বিভিন্ন কলেজে দুই লাখ ৮৮ হাজার ২৯৮ জন রয়েছে।

শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হবে। একইসাথে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে। এছাড়াও ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও (http://www.xiclassadmission.gov.bd/) একাদশ শ্রেণিতে ভর্তির ফল জানা যাবে।

পূর্ববর্তি সংবাদলেবাননে ফসফরাস বোমা বর্ষণ করেছে ইসরাইল
পরবর্তি সংবাদসম্পর্ক বাড়াতে আমিরাত যাচ্ছে ইসরাইলের প্রতিনিধিদল