ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশী আটক

ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর ময়দান সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা হলেন- উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের সোহরাব আলীর ছেলে রাজমিস্ত্রী শামীম হোসেন(২৬) ও মো. হামিদুল ইসলামের ছেলে শাহজালাল মিয়া(১৭)।

এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ১২টার দিকে বাংলাদেশ থেকে রড, সিমেন্টসহ অন্যান্য মালমাল নিয়ে তারা দুজন আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ এর ৭ এস পিলারের নিকট কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের নাজির হোসেনের বাড়ির গেট বানানোর জন্য যায়। পরে ভারতের দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা বাংলাদেশী অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে দুজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

কুড়িগ্রামের ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল বলেন, অবৈধ অনুপ্রবেশের পর দুজন বাংলাদেশীকে গ্রেপ্তারের বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

‘তবে এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি,’ যোগ করেন তিনি।

সূত্র : ইউএনবি

পূর্ববর্তি সংবাদসিনহা হত্যাকাণ্ড দেখিয়ে দিল পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে: ড. কামাল
পরবর্তি সংবাদকরোনা সংক্রমণে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান