দেশের বিভিন্ন রুটে আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর তৃতীয় দফায় রবিবার সকাল থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন রুটে আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছে। সব মিলিয়ে এখন চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জোড়ায়।

ট্রেন চলাচলের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিতে সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এ সময় তিনি কমলাপুর রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেন।

পাশাপাশি স্টেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সকল প্রকার স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন রেলমন্ত্রী।

পরে সাংবাদিকদের তিনি বলেন, কালোবাজারি ঠেকাতেই অনলাইনে রেলের টিকিট বিক্রি শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময় কিছু মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল।

এরপর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরে ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্ববর্তি সংবাদশুধু আরবদের নয়, হিজরী মুসলমানদের সন, ইসলামী সন
পরবর্তি সংবাদচট্টগ্রামে জাহাজ ডুবি: এখনো ১৩ নাবিক নিখোঁজ