কওমি মাদরাসা খুলে দেওয়ার আহ্বান ইত্তেফাকুল উলামার

ইসলাম টাইমস ডেস্ক: আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব কওমি মাদরাসা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

১৫ আগষ্ট (শনিবার) ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর এক জরুরী বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে সংগঠনটির নেতারা বলেন,  চাকরি, বাজার, ব্যবসা-বাণিজ্য,অফিস-আদালত ও প্রতিষ্ঠানসহ সবকিছু খুলে দেওয়া হলেও এখন পর্যন্ত কওমি মাদরাসাগুলো বন্ধ। গত ১২ জুলাই থেকে দেশের হিফজ বিভাগগুলো খুলে দেওয়া হলেও ছাত্র, শিক্ষক কেউ কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। তাই স্বাস্থবিধি মেনে আগামী এক সপ্তাহের মধ্যে কওমি মাদরাসার কিতাব বিভাগ খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

বৈঠকে সংগঠনের নেতারা আরো বলেন, নিয়মিত ক্লাস না থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এরকম চলতে থাকলে অনেক শিক্ষার্থী অকালে ঝরে পরবে। তাই অগণিত ছাত্র/ছাত্রীর ভবিষ্যত রক্ষার্থে এক সপ্তাহের মধ্যে কওমি মাদরাসাসমূহ খোলে দেওয়া জরুরী।

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর জরুরী বৈঠকে সংগঠনের তালতলাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আল্লামা আবদুর রাহমান হাফেজ্জী দাঃবাঃ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী, মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা জাকারিয়া, মাওলানা আনোয়ারুল হক,মুফতী মুহিব্বুল্লাহ্, মাওলানা জামালুদ্দীন,মাওলানা ফজুলর রহমান প্রমুখ ।

পূর্ববর্তি সংবাদগাজায় আবারো ইসরাইলি হামলা ,৩ বছরের শিশু আহত
পরবর্তি সংবাদতিক্ততার মধ্যেও মধুর সম্পর্ক: মোদিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন নেপালের প্রধানমন্ত্রী