গাজায় আবারো ইসরাইলি হামলা ,৩ বছরের শিশু আহত

ইসলাম টাইমস ডেস্ক: যুদ্ধবাজ ইসরাইল শুক্রবার গভীর রাতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় ৩ বছরের এক শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরাইলের সেনাবাহিনীর একজন মুখপাত্র দাবি, তারা হামাস এলাকাকে লক্ষ্য করে হামলা চালায়।

ইসরাইলের অবৈধ দখল বিরোধী বিক্ষোভকারীরা গাজা সীমান্ত থেকে ইসরাইলি ভূখণ্ডে অগ্নি ঘুড়ি-বেলুন হামলা চালায়। আর এতে ইসরাইলি ফসল ও আবাসিক এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক দেখা যায়।

আর তাই ইসরাইলি সেনাবাহিনী প্রায়শই সীমান্তবর্তী অঞ্চলের বেলুন ও ঘুড়ির আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায়।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকাটি ইসরাইলের বিমান, স্থল ও সমুদ্র অবরোধের অধীনে। গাজা থেকে বহিঃবিশ্বের সাথে সাতটি সীমান্ত সংযোগ থাকলেও এর ছয়টি ইসরাইলের সাথে। আর রাফাহ ক্রসিং মিসরের নিয়ন্ত্রণে।

রাফা ক্রসিং ২০১৩ সালের সামরিক অভ্যুত্থানে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কঠোরভাবে সিল করে রাখা হয়েছে।

সূত্র: ইয়েনি সাফাক

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার ৭৬তম জন্মদিনে দোয়া মাহফিলের আয়োজন বিএনপির
পরবর্তি সংবাদকওমি মাদরাসা খুলে দেওয়ার আহ্বান ইত্তেফাকুল উলামার