দ. কোরিয়ায় বন্যা-ভূমিধসে ৩০ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১২ জন।

বিবিসি জানায়, গত সাত বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।

দেশটিতে টানা এক মাসের বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন-যাপন।

দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় বিপর্যয় ও সুরক্ষা সংস্থার হেডকোয়ার্টার জানায়, রবিবার আরও ছয় হাজারের মতো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির ১১টি প্রদেশ ও শহরের প্রায় ছয় হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর মধ্যে প্রায় চার হাজার ৬০০ শ জন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় জাংমি। সোমবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত দেশটির উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবিপাকে ঢাকার ৫০ হাজার ইন্টারনেট গ্রাহক
পরবর্তি সংবাদদেবতা রামের পর এবার গৌতম বুদ্ধ নিয়ে ভারত-নেপাল বিতর্ক