বেলা ১২টা ৪০ মিনিটে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর, সোনা-রূপার ইট প্রস্তুত

ইসলাম টাইমস ডেস্ক: আজ বেলা ১২ টা ৪০ মিনিটে স্থাপিত হতে যাচ্ছে অযোধ্যার ধ্বংস করা ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে হিন্দুদের রামমন্দির। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকাল ৯টা ৩০ মিনিটে দিল্লি থেকে রওয়ানা হবেন মোদি। দুপুর ১২ টায় পৌঁছাবেন ভূমিপুজা স্থলে। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ১২টা ৪০ মিনিট। ইতিমধ্যে তামিলনাড়ুর সাধুরা ‘রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’কে সোনা এবং রূপার দুটি ইট দিয়েছেন। সোনার ইটের ওজন ৫ কেজি। রূপার ইটটির ওজন ২০ কিলোগ্রাম। নরেন্দ্র মোদি নিজ হাতে এই ইট স্থাপন করবেন। খবর আনন্দবাজার।

এদিকে রামমন্দিরের ভূমিপুজো উপলক্ষে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও প্রস্তুতি। গোটা উত্তরপ্রদেশ থেকে পুলিশ এনে ভরিয়ে ফেলা হয়েছে। সারা ভারত থেকে হিন্দু পরিষদের লোকজন উপস্থিত অযোধ্যায়। রাজ্যের রাজধানী থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর সঙ্ঘের রাজধানী থেকে উপস্থিত সঙ্ঘচালক মোহন ভাগবত। দিল্লি আর কলকাতা থেকে কাঁড়ি কাঁড়ি ফুলের যোগান দেওয়া হয়েছে। এছাড়া অন্তত ১ লক্ষ প্যাকেট প্রসাদ বিলি করার ব্যবস্থা রাখা হয়েছে।

আরো পড়ুন : মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ: ভারত কি এ দুর্ভাগ্য থেকে নিজকে বাঁচাবে

ভারতীয় দুই প্রত্নতত্ত্ববিদের দাবি: বাবরি মসজিদের নিচে রামমন্দির থাকার তথ্য মিথ্যা

‘ভূমিপুজায়’ সরকারের অংশগ্রহণ আইন বিরোধী: ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টি

পূর্ববর্তি সংবাদসারাদেশে এ পর্যন্ত বন্যায় ১৪৫ জনের মৃত্যু
পরবর্তি সংবাদপড়াশোনার জন্য ইন্টারনেট খরচ দেবে সরকার