সাবেক সেনা কর্মকর্তা হত্যার শাস্তি দাবি বিএনপির

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজার টেকনাফে সাবেক সেনা কর্মকর্তাকে (মেজর) হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে আসল অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার এই অকাল ও নির্মম মৃত্যুর ঘটনাও তাই দেশবাসীকে আবারও ক্ষুব্ধ করেছে। আমরা এর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই।’

‘এই নির্মম ঘটনার লোক দেখানো তদন্তের বদলে বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাই,’ যোগ করেন তিনি।

গত শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে বাহেরছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে মারা যান সাবেক মেজর সিনহা রাশেদ।

আরো পড়ুন: টেকনাফে সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় ২১ পুলিশ বরখাস্ত

এ ঘটনায় তদন্তের জন্য সরকার এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে।

ফখরুল বলেন, ‌‘সবার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বর্তমান সরকারের আমলে গত এক দশকে এই মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র লাগাতারভাবে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে।’

তিনি আরও বলেন, ‘র‌্যাব ও পুলিশের হাতে ইতোমধ্যেই কয়েক হাজার লোকের এই ধরনের মৃত্যু ও তার সরকারি যান্ত্রিক-বিবৃতি জনমনে একটি রাষ্ট্রীয় মিথ্যাচার বলে প্রতিষ্ঠিত হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, তাদের দল বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তার যথাযথ ভুমিকা পালন করবে বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদএকদিনে পানিতে ডুবে মারা গেল ৮ শিশু
পরবর্তি সংবাদকরোনায় সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের মৃত্যু