নড়াইলে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ

ইসলাম টাইমস ডেস্ক:  শহরের অন্যান্য এলাকার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে শুধু নড়াইলের রূপগঞ্জ বাজারে লকডাউন করার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা।

সোমবার দুপুরে রূপগঞ্জ বাজার বণিক সমিতির ডাকা লকডাউনকে অবৈধ আখ্যায়িত করে লকডাউন প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা।

পরে বিক্ষোভকারীরা নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ চৌরাস্তায় অবস্থান নেন ও নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখে।

অবস্থানকালে রূপগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি রজিবুল বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক সুব্রত কুমার ঘোষসহ অন্যান্য ব্যবসায়ীরা বক্তব্য দেন।

ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, নড়াইল শহরের পূরাতন বাসটার্মিনাল, নড়াইল চৌরাস্তাসহ আশেপাশের সব দোকানপাট খোলা রেখে শুধুমাত্র রূপগঞ্জ বাজারে লকডাউন ঘোষণা করা হয়েছে।

তারা বলেন, ‘বর্তমান আহবায়ক কমিটি কারও সাথে আলাপ-আলোচনা না করে হঠাৎ করে লকডাউন ঘোষণা করায় ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। লকডাউনের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোন নির্দেশনা না থাকলেও অতি উৎসাহিত হয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।’

পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন।

নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার থেকে পুরো নড়াইল শহর জুড়ে লকডাউন ঘোষণা করা হবে। সরকারি নীতিমালা মোতাবেক লকডাউন কার্যকর করা হবে।’  ইউএনবি

পূর্ববর্তি সংবাদকরোনায় সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের মৃত্যু
পরবর্তি সংবাদচীন কি তাইওয়ান দখল করতে চায়