অবশেষে ফুটবল খেলতে খেলতেই ছেলেটি চলে গেল!

ইসলাম টাইমস ডেস্ক: একজন মুমিনের সব সময়ের স্বপ্ন একটি সুন্দর মৃত্যু। একটি সুন্দর মৃত্যুর জন্য তাই দোয়ার পাশাপাশি প্রস্তুতও থাকা চাই। বলা যায় না, কার কখন ডাক  এসে যায়। এই তো  ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলতে খেলতে ইয়াসিন আলী শাকিল (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীর মারা গেল। শাকিল কি ভেবে ছিল এ অবস্থায় তার ডাক এসে যাবে?

শাকিল সদর উপজেলার করিমনগর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। রবিবার (২ আগস্ট) বিকালে মর্মস্পর্শী এ ঘটনা ঘটেছে।

শাকিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে শাকিল বাড়িতে চলে আসে। তার এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে,  প্রতি বছর ঈদুল আজহার পর করিমনগরের পরিত্যক্ত একটি ইটভাটায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে স্থানীয় গ্রামবাসী। তারই ধারাবাহিকতায় রবিবার বিকাল সাড়ে ৪টায় ফুটবল খেলা শুরু হলে শাকিল তাতে অংশ নেয়। খেলা পরিচালনা করেন শাকিলের বাবা হামিদুল ইসলাম। খেলা চলাকালে ৫টার দিকে শাকিল হঠাৎ করে মাঠে অসুস্থ হয়ে পড়ে। এসময় তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ৫টার দিকে শাকিল মারা যায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান এ তথ্য জানিয়েছেন।

 

পূর্ববর্তি সংবাদচামড়া সংরক্ষণে ডিসিদের তদারকি করতে বলল সরকার
পরবর্তি সংবাদআমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র : উদ্দেশ্য নিয়ে সন্দিহান ইরান-কাতার