বিএসএফকে ঈদ উপলক্ষে মিষ্টি উপহার দিলেন বিজিবি

ইসলাম টাইমস ডেস্ক: শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন ও বিএসএফের হিলি আইসিপি চেকপোষ্ট কমান্ডার এসআই নানক চান্দ দুবাহিনীর পক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। সুসম্পর্ক আরও সুদৃঢ় করার আশায় বিজিবি ও বিএসএফের  এ মিষ্টি উপহারের রেওয়াজ অনেক পুরোন বলে জানিয়েছেন সুবেদার হেলালুদ্দীন।

কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন বলেন, ‘আজ ঈদুল আজহা। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় তারাও আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে।’

তিনি আরও বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে যেন সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ বজায় থাকে এলক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এধরনের রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে।’ এতে করে দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

পূর্ববর্তি সংবাদজীবনের প্রতি বাড়ছে হতাশা: ঈদের দিনেও আত্মহত্যাকারী দম্পতির লাশ উদ্ধার
পরবর্তি সংবাদরাস্তা বন্ধ করে কুরবানি: ইসলামের দৃষ্টিতে কার অধিকার কী