ঈদের নামাজের প্রতি এই ভালোবাসা প্রত্যেক নামাজেই প্রকাশ পাক

ইসলাম টাইমস ডেস্ক: বছরের দু ঈদের দু রাকাত নামাজ প্রত্যেকেই চেষ্টা করেন পড়ার জন্য। ঈদের নামাজের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ পেয়েছে বিভিন্ন সময়। গত ঈদেও করোনা মহামারিতে লক ডাউনের সময় প্রকাশ পেয়েছে মানুষের ভালবাসা। এবার করোনার পাশপাশি বন্যার্ত এলাকাগুলোতে মুসল্লিদের ঈদের নামাজে অংশ গ্রহণ ধর্মপ্রাণ লোকদের মনে আশা জাগিয়ে দিয়েছে।

বাড়িঘর ডুবে গেছে কিন্তু ঈদের নামাজের জন্য কোনো রকম ভেসে থাকা রাস্তায় মুসল্লিরা  একত্রিত হয়ে গেছে। এটি নি:সন্দেহে মুসলমানদের ঈমানের অনেক বড় ইতিবাচক দিক।

এই ইতিবাচক দিকটা কাজে লাগাতে হবে। আগে বাড়াতে হবে। ঈদের নামাজের মত প্রত্যেক নামাজে মুসল্লিদের যত্মবান হতে হবে। কুরবানির বিধানের মত আল্লাহর দেয়া সকল বিধান সমর্পিত চিত্তে মেনে নিতে হবে। এটাই কুরবানির ঈদের শিক্ষা।

পূর্ববর্তি সংবাদঅনেক জায়গায় কুরবানিদাতারাই পরিস্কার করে দিয়েছেন রাস্তা
পরবর্তি সংবাদঈদের দিনে পাক-আফগান সীমান্তে সংঘর্ষ: নিহত ২২