ঈদ ও বন্যায় করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: ঈদুল আজহা ও বন্যাকে ঘিরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের বিস্তার রোধে বেশকিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। কিন্তু আসন্ন ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে ও ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলাটা ব্যাহত হতে পারে। এতে করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বন্যার কারণে অনেক এলাকায় একসঙ্গে এক জায়গায় অনেক মানুষকে আশ্রয় নিতে হচ্ছে। এতে করেও স্বাস্থ্যবিধি মেনে চলাটা ব্যাহত হতে পারে। এই দুই কারণে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার সম্ভাব

পূর্ববর্তি সংবাদ৯ – ১৩ যিলহজ্ব : প্রত্যেক ফরয নামাযের পর একবার তাকবীরে তাশরীক ওয়াজিব
পরবর্তি সংবাদজার্মানি থেকে ১২ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র