পল্লবীতে বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। যাদের আটক করে থানায় নেওয়া হয়েছে তারা ডাকাত দলের সদস্য। তাদের কাছে থাকা কিছু একটার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। তবু এ ঘটনার তদন্ত হবে। এরপর বিস্তারিত জানা যাবে।’

জানা যায়, একটি আগ্নেয়াস্ত্র ও চারটি ককটেলসহ মঙ্গলবার রাতে তিনজন সন্ত্রাসীকে আটক করে থানায় আনা হয়েছিল। ওই সন্ত্রাসীদের সঙ্গে থাকা ককটেলগুলো ডিফিউজ করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে কল করা হয়। ককটেল ডিফিউজ করতে গিয়ে বিস্ফোরিত হয়ে পাঁচ জন আহত হয়।

পূর্ববর্তি সংবাদবিতর্কিত গুরুদ্বারকে মসজিদে রূপান্তর: ভারতের নাগ গলানোর অধিকার কোথায়
পরবর্তি সংবাদএবার প্রতি ৫০ জন হজপালনকারীর জন্য একজন চিকিৎসক নির্ধারণ