নদীরক্ষা বাঁধ ভেঙ্গে পানিবন্দি ৫০ হাজার মানুষ

ইসলাম টাইমস ডেস্ক: বন্যার পানির তোড়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কাবাড়িয়া বাড়ী নদীরক্ষা বাধঁ ভেঙে ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।

সোমবার গভীর রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পূর্বপাড়া এলাকায় ঝিনাই নদীরক্ষা বাধেঁর ৩০ মিটার রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে ওই ইউনিয়নের নতুন করে বন্যার পানি ঢুকায় ২০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। খবর পেয়ে জেলার পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন রতন জানান, ডোয়াইল ইউনিয়নের ঝিনাই নদীর রক্ষা বাধঁটি স্বাধীনতার পরবর্তী সময়ে আর কোন মেরামত করা হয়নি। ৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের কাবাড়িয়াবাড়ী নদীরক্ষা বাধঁটি দিয়ে ওই এলাকার ১০টি গ্রামের মানুষ চলাচল করে। বাধঁটি ভেঙে যাওয়ার ফলে নতুন করে বন্যার পানি ঢুকে ২০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাধঁ ভাঙার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ে নদীরক্ষা বাধঁটি মেরামত করার দাবী এলাকাবাসীর।

জামালপুর জেলার পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের কাবাড়িয়াবাড়ী নদীরক্ষা বাধেঁর ডোয়াউল পূর্বপাড়া এলাকায় ৩০ মিটার ভেঙে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েকটি গ্রামের মানুষ। ভেঙে যাওয়া নদী রক্ষা বাধঁটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে বলেও তিনি জানান।

পূর্ববর্তি সংবাদপুলিশ, র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদঅনিয়মের অভিযোগে রাজধানীর আরও একটি হাসপাতাল বন্ধ