ইরাকে মার্কিন ঘাঁটিতে ফের রকেট হামলা

ইসলাম টাইমস ডেস্ক:  ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে গতকাল (সোমবার) নতুন করে রকেট হামলা হয়েছে। এ ঘাঁটিতে দীর্ঘদিন ধরে মার্কিন সেনারা অবস্থান করে এবং এর আগেও সেখানে বেশ কয়েকবার রকেট হামলা হয়েছে।

ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল তিনটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয় তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। শুধুমাত্র সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক বাহিনী এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে যে, তাজি ঘাঁটিতে অন্তত তিনটি রকেট আঘাত হেনেছে। জোট সেনাদের বিবৃতিতে বলা হয়েছে, রকেট হামলায় ইরাকের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

এদিকে, ইরাকের সালাউদ্দিন প্রদেশের তিকরিত এয়ার একাডেমিতে গতকাল সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণ ঘটেছে। ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পর ঘাঁটিতে আগুন ধরে যায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। তিকরিত এয়ার অ্যাক্যাডেমি বহুদিন আগে মার্কিন সামরিক বাহিনী দখল করেছে এবং এর বর্তমান নাম ক্যাম্প স্পাইসার।

এর আগে  ইরাকের রাজধানী বাগদাদের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার ইরাকের ফেডারেল পুলিশের একটি অস্ত্রাগারে ঐ বিস্ফোরণ ঘটে।

পূর্ববর্তি সংবাদচীনের আরো ৪৭ অ্যাপ নিষিদ্ধ করলো ভারত
পরবর্তি সংবাদখেলাফত প্রতিষ্ঠার মাধ্যমেই চলমান অরাজকতা ও অশান্তি দূর করা সম্ভব : আতাউল্লাহ হাফেজ্জী