নিজ দেশবাসীকে অনলাইনে কোরবানির পশু ক্রয় করার আহ্বান ইমরান খানের

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের নাগরিকদেরকে অনলাইনে কোরবানি করার আহ্বান জানিয়ে বলেছেন, মুহাররম এবং ঈদুল আযহার সময় সতর্কতা অবলম্বন না করলে করোনা সংক্রমণ আরো বেড়ে যাবে। তাই সকলে বিষয়টি উপলব্ধি করে সতর্কতা বজায় রাখুন।

জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় ইমরান খান বলেন, মাস্কের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। ঈদ এবং মুহাররমে আমরা সফল হতে পারলে পরবর্তীতে সবকিছু খুলে দেওয়া সহজ হবে।

ইমরান খান আরো বলেন, আমাদের স্মার্ট লকডাউন ফর্মূলার পর পৃথিবী বুঝতে পেরেছে। পৃথিবী আজ স্বীকার করছে যে, পুরোপুরি লকডাউন অসম্ভব ব্যাপার।

তিনি বলেন, লকডাউনের কারণে সবচে ক্ষতিগ্রস্ত হয় নিম্নবিত্ত শ্রেণি। পুরোপুরি লকডাউন করলে তো বস্তিবাসীরা পথের ভিখারি হতে যেত। ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজ পর্যন্ত ভারত পুরোপুরি লকডাউনের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সেখানে সংক্রমণও হু হু করে বাড়ছে।

আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ইমরান খান বলেন, পাকিস্তানে করোনা সংক্রমণ ধীরেধীরে কমছে। গত তিনদিনে সারাদেশে করোনায় সবচে কম মৃত্যু হয়েছে।

সূত্র: ডেইলি জং

পূর্ববর্তি সংবাদকারখানা ৩দিন বন্ধ থাকলেও ঈদে বাড়ি যেতে পারবেন না গার্মেন্ট শ্রমিকরা
পরবর্তি সংবাদকরোনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আমানুল ইসলামের মৃত্যু