করোনা থেকে সেরে উঠলেন বিশ্বজুড়ে ১ কোটিরও বেশি মানুষ

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন এক কোটিরও বেশি মানুষ। সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ লাখ ৫২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন এক কোটি ৬৪ লাখের বেশি মানুষ।

রবিবার (২৬শে জুলাই) মেক্সিকোতে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে। দেশটিতে মারা গেছে ৭২৯ জন। প্রাণহানির দিক থেকে এর পরেই রয়েছে ভারতের অবস্থান। দেশটিতে ৭১৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনের তুলনায় শনাক্ত ও প্রাণহানি কিছুটা কমেছে। সেখানে মারা গেছে ৪৪৭ জন এবং শনাক্ত ৫৫ হাজারের বেশি। করোনায় আক্রান্তের দিক থেকে ২য় স্থানে ব্রাজিলে নতুন করে ২৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৫৫৬ জন।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৯২৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২৩ হাজার ৮৮২ জন।

পূর্ববর্তি সংবাদনতুন ডিজি নিয়োগের পর স্বাস্থ্য অধিদপ্তরে ব্যাপক রদবদল
পরবর্তি সংবাদ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৭৭২ জন, সুস্থ ১ হাজার ৮০১ জন