আমেরিকায় মুসলিম প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিল পাস

ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘নো ব্যান এ্যাক্ট’ নামে একটি বিল পাস হয়েছে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষে।২৩৩-১৮৩ ভোটে ২২ জুলাই বিলটি পাস হয়।

বিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন নিউইয়র্কে বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত কংগ্রেসওম্যান গ্রেস মেং।

কংগ্রেসের উচ্চকক্ষেও বিলটি পাস করার জন্য সিনেট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এটি সিনেটে পাস হলে পাঠানো হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য। তবে তা সম্ভব হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

যদি তিনি স্বাক্ষর দিতে না চান, তাহলে আবার দুই তৃতীয়াংশ ভোটে কংগ্রেসে বিলটিকে পাস করাতে হবে। এটি হলে ট্রাম্পের সই ছাড়াই বিলটি আইনে পরিণত হবে।

মুসলিম অ্যাডভোকেটসের নির্বাহী পরিচালক ফারহানা খেরা বলেন, ‘আজ মিলিয়ন মিলিয়ন আমেরিকান রয়েছেন যারা মুসলিম নিষেধাজ্ঞার কারণে পরিবার ও প্রিয়জনদের থেকে পৃথক হয়েছেন।’

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প মুসলিম দেশ থেকে অভিবাসন নিষেধাজ্ঞা দেন। তার প্রথম নিষেধাজ্ঞায় রয়েছে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান।

এরপরই সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তবে তার এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন ঝুলে রয়েছে আদালতের নির্দেশে।

আলজাজিরা

পূর্ববর্তি সংবাদকরোনার মতো আমরা বন্যাও মোকাবেলা করছি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
পরবর্তি সংবাদএ বছর বাংলা ভাষায়ও অনুবাদ হবে হজের খুতবা