মৃত ব্যক্তির নামে দেওয়া কোরবানির গোশত কী করবে

প্রশ্ন:  জনাব,আমি কুরবানির সময় আমার মরহুম বাবার নামেও কুরবানি দিয়ে থাকি। প্রশ্ন হচ্ছে, এ কুরবানির গোশত কি সদকা করে দিতে হবে?

উত্তর: না, সদকা করা জরুরি নয়। মৃত ব্যক্তির ছওয়াবের উদ্দেশ্যে যে নফল কুরবানি করা হয় তার গোশত সাধারণ কুরবানির মতোই। নিজেরাও খেতে পারবেন এবং অন্যকেও দিতে পারবেন।

‍সূত্র: ফাতাওয়া খানিয়া ৩/৩৫২; আলমুহীতুল বুরহানী ৮/৪৭৩; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৯৫; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২২

পূর্ববর্তি সংবাদমানুষের ঘর-বাড়ি ডুবে গেছে, সরকার এখনও লুটপাটে ব্যস্ত: রিজভী
পরবর্তি সংবাদফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন ৪ হাজার শিক্ষার্থী