আরও ৩৮ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ২ হাজার ৫২০ জন

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ২ হাজার ৫২০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। মোট মারা গেছেন ২ হাজার ৮৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন এবং মোট সুস্থ ১ লাখ ২২ হাজার ৯০ জন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৫২০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২ হাজার ৮৭৪ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনার ভুয়া রিপোর্ট প্রদান: এবার রিজেন্ট হাসপাতালের এমডি গ্রেফতার
পরবর্তি সংবাদআয়া সোফিয়ায় মুসলমানেদের মালিকানা কীভাবে প্রতিষ্ঠিত হল?: মুতায আল খতিবের তাত্ত্বিক বয়ান